এক মাসের মধ্যে বাংলাদেশের ১২ জন মৎস্যজীবী ছেড়ে দিলেও প্রায় ৩ মাস বাংলাদেশে আটক কাকদ্বীপে ৮৪ জন মৎস্যজীবী, ক্ষোভ মৎস্যজীবী পরিবারের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শনিবার ২৮,ডিসেম্বর :: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল ডায়মন্ড হারবার সংশোধনাগার থেকে ১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মুক্ত করে দেয়া হয়েছে।

কিন্তু প্রায় ৯৪ জন মৎস্যজীবী তিন মাসের বেশি সময় বাংলাদেশে আটক। তাদের কেন এখনো ছাড়া হচ্ছে না সে বিষয়ে মুখ খুলল আটক মৎস্যজীবীর পরিবার।

কাকদ্বীপের মৎস্যজীবী পরিবারের দাবি প্রশাসনের আশ্বাসই সার, ৩ মাস অতিবাহিত হলেও বাংলাদেশের জেলে ৯৪ জন মৎস্যজীবী আটক, কবে ফিরবে বাড়ির লোক আতঙ্কে পরিবার। তাদের অপরাধ ভারতীয় জলসীমা লংঘন করে বাংলাদেশে মাছ ধরতে ঢুকেছিল।

প্রথমে অক্টোবরের শেষের দিকে ৭৮ জন মৎস্যজীবী বাংলাদেশী নৌসেনার হাতে ধরা পড়ে, পরবর্তীকালে ডিসেম্বরের ১ তারিখে আরো ১৬ জন বৎস্যজীবী।

তারপর থেকেই অসহায় পরিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক মানুষের কাছে দৌড়ে বেড়াচ্ছেন, প্রত্যেকেই আশ্বাস দিয়েছেন তাদের পরিবারের লোকজন বাড়ি ফিরবে। কিন্তু কবে ফিরবে দেখতে দেখতে প্রায় ৩ মাস অতিবাহিত কান্নায় ভেঙে পড়ছে প্রতিদিন পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =