সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শনিবার ২৮,ডিসেম্বর :: বাড়িতে মজুদ রাখা বাজি থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে চুরমার যায় গোটা বাড়ি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের হাড়াল গ্রামের সরদার পাড়ায়।
স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়িতে এদিন বিস্ফোরণ ঘটে। সেই সঙ্গে ঘটে অগ্নিকান্ড। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায়। সেই সঙ্গে পুড়ে ছারখার হয়ে যায় সবকিছু । বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন।তাদেরকে দ্রুত উদ্ধার করে পাঠানোর ব্যবস্থা করা হয় কলকাতার হাসপাতলে ।
এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসেন ঘটনাস্থলে। তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী । গ্রামবাসীদের দাবি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় বাজিতে আর তাতেই এই দুর্ঘটনা ।