কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৮,ডিসেম্বর :: নিষিদ্ধ মাদক উদ্ধারে সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার করল কয়েক কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার। যদিও এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি।

এরপর পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ কেজি ৫১৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে এবং এই মাদক কারবারে কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।