সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ২৮,ডিসেম্বর :: আজ বিশ্ব বৈষ্ণব সম্মেলন শুরু হলো শিলিগুড়ির তরাই স্কুলের মাঠে। ২৮ এবং ২৯ এই দুই দিন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। থাকছে ভোগ প্রসাদের ব্যবস্থা ভক্তদের জন্য।
১৫০ তম আবির্ভাব তিথি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের , সেই উপলক্ষে বিশ্ব বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে দেখা যায় প্রচুর ভক্তদের আগমন। মোট দুই দিন এই সম্মেলন অনুষ্ঠিত হবে শিলিগুড়ির তরাই স্কুলের মাঠে।