কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৯,ডিসেম্বর :: আজ মালদা জেলার বামনগোলা ব্লকের নালগোলায় শিব সংঘ ক্লাবের পরিচালনায় ৩দিন ব্যাপী বাউল গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা
তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ উপস্থিত ছিলেন ভূমি দপ্তরের রাজ্য চেয়ারম্যান রঞ্জিত সরকার ,ব্লক সভাপতি অশোক সরকার , জেলা পরিষদের কর্মাধক্ষ পর্নিমা দাস সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ.