গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে ১৮ থেকে ২০ ঘন্টা চলবে ভেসেল পরিষেবা থাকছে অ্যান্টি ফগ লাইট ও ইসরোর অত্যাধুনিক স্যাটেলাইট সিস্টেম

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ৩০,ডিসেম্বর :: অপেক্ষার মাত্র কয়েকটা দিন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৫। গঙ্গাসাগর মেলা ২০২৫কে কেন্দ্র করে ইতিমধ্যে দফায় দফায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।

ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় মেলা প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে।

পুণ্যার্থীদের সুবিধার্থে বাড়ানো হয়েছে স্নানঘাট। প্রতিবছর মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে ভেসেল পরিষেবা বিঘ্নিত ঘটে এর ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় ভেসেল ঘাট গুলিতে পুণ্যার্থীদের সেই অসুবিধার কথা মাথায় রেখে এবার ২০২৫ গঙ্গাসাগর মেলাকে ঢেলে সাজানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মুড়িগঙ্গা নদীতে নাব্যতা বাড়ানোর জন্য চলছে ড্রেজিং।

সমস্ত দিক খতিয়ে দেখে আজ সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরের জেলার সমস্ত উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। এই বৈঠকে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত দিক খতিয়ে দেখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 8 =