জাতীয় সড়কে চারচাকা গাড়ি দাঁড় করিয়ে ছিনতাইয়ের অভিযোগ, পাণ্ডুয়া থেকে গ্রেফতার ১জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: জাতীয় সড়কে চারচাকা গাড়ি দাঁড় করিয়ে ছিনতাইয়ের অভিযোগ, পাণ্ডুয়া থেকে গ্রেফতার ১জন।, সোমবার দুপুরে ধৃতকে বর্ধমান জেলা আদালতে পেশ করে পূর্ব বর্ধমান‌ জেলার মেমারি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম খোরশেদ শেখ, বাড়ি হুগলির পান্ডুয়া থানার ১৬ নম্বর রেলগেট তথা কুলি পুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় ঘটনাটি ঘটে গত ২২ তারিখে রাতে, বর্ধমানের পালসিট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে ১টি চারচাকা গাড়ি দাঁড় করিয়ে ৩ থেকে ৪ জন ব্যক্তি ছিনতাই করে বলে অভিযোগ,

এই ঘটনায় মেমারি থানায় গত ২২ তারিখে লিখিত অভিযোগ দায়ের হয়, মেমারি থানার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করে এবং গত মঙ্গলবার রাতে, বর্ধমানের গুড সেড রোড এলাকার বাসিন্দা -বছর ৪২ এর ছোট্টু দাস নামের এক অভিযুক্তকে গ্রেফতার করে এবং গত বুধবার দুপুরে আদালতে পেশ করা হয়েছিল,

ছোট্টু দাসকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত খোরশেদ শেখের নাম উঠে আসে, পুলিশ খোরশেদ শেখকে সোমবার ভোরে পান্ডুয়া থেকে গ্রেফতার করে এবং সোমবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা-রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =