ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া ১ নাম্বারের ঝিলপার এলাকায় আগুন, 

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::  হাওড়া   ::  মঙ্গলবার ৩১,ডিসেম্বর ::  হাওড়া ডোমজুর থানার অন্তর্গত বাঁকড়া ১ নাম্বারের ঝিলপার এলাকায় আগুন,
ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন। ডাম্পিং গ্রাউন্ড এলাকায় আগুন হলেও সেই আগুন ছড়িয়ে যায় পাশেই থাকা ছটি ঝুপড়িতে। ঝুপড়িতে কেউ না থাকায় হতাহতের কোন খবর নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 15 =