নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ধর্মমঙ্গলের আদি গ্রন্থ শূন্য পুরাণের রচয়িতা বাঁকুড়ার সুসন্তান মধ্যযুগীয় বাঙালি কবি রামাই পন্ডিতের স্মরণে “ভাষা দিয়ে সম্প্রীতি গড়বো” এই আঙ্গিকে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দানে শুরু হল ৪০ তম বাঁকুড়া বইমেলার।
অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে উদ্বোধন করেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী। ছিলেন বিধায়ক বড়জোড়া অলক মুখার্জি বিধায়ক বিষ্ণুপুর তন্ময় ঘোষ বিধায়ক রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার
অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি, অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো, বাঁকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্ত গুপ্ত, প্রাথমিক শিক্ষা সংসদ চেয়ারম্যান বসুমিত্রা সিংহ সহ বাঁকুড়া জেলা গ্রন্থাগার আধিকারিক মার্শাল টুডু প্রমুখ।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং পরলোক গমন করায়, দেশে তথা রাজ্যে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।বইমেলার মঞ্চে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এর প্রতিকৃতি তে শ্রদ্ধা নিবেদন করা হয় । পাঠক, লেখক,কবি সাহিত্যিক থেকে পুস্তক বিক্রেতা,প্রকাশনী সংস্থা, সাধারণ মানুষ সকলেই হাজির ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। ১৯৩টি স্টল রয়েছে । চলবে ৪ঠা জানুয়ারি পর্যন্ত।