নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে পঞ্চদশ রাজ্য শিশু কিশোর উৎসব শুরু হল । ২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত চন্দননগরের মেরির মাঠ মুক্তমঞ্চ এবং যতীন্দ্রনাথ সভা গৃহে এই উৎসব চলবে ।
এই উৎসবের শুভ উদ্বোধন করেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ মেয়র রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।