নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার মোবাইল টাকা সহ বিদেশি মদ।মালদহে হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে, শ্রীরামপুর অঞ্চলের,কলাইবাড়ি এলাকায়,
গোপন সূত্র খবর পেয়ে বিএসএফের একটি দল কলাইবাড়ি এলাকার একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৫৪ টি মোবাইল, ৫০ হাজার টাকা সহ প্রায় ২০ টি বিলেতি মদের বোতল উদ্ধার করে ওই ব্যক্তির বাড়ি থেকে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে হঠাৎ ভারত বাংলাদেশ সিমান্তে হবিবপুর থানার কলাই বাড়ি এলাকায় দীপঙ্কর মন্ডল নামে এক ব্যাক্তির বাড়িতে হানা দেয়। যদিও হানা দিয়ে দীপঙ্কর মন্ডলকে ধরতে পারেনি বিএসএফ,বাড়ি থেকে পালিয়ে যায়। শুরু হয় কলাইবাড়ি এলাকার ওই ব্যাক্তি বাড়িতে বিএসএফ ও হবিবপুর থানার পুলিশের যৌথ উদ্যোগে চলে তল্লাশি।
সেই তল্লাশি চলাকালীন উদ্ধার করা হয় মোবাইল ফোন, টাকা,মদ।বিএসএফের তরফ থেকে হবিবপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় সামগ্রি । ওই ব্যাক্তির বাড়ি থেকে তার স্ত্রীকে আটক করে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।