ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো কুড়ি লক্ষ টাকা সহ ছিনতাই এর কাজে ব্যবহৃত হওয়া হাতুড়ি লোহা সহ একাধিক সামগ্রী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: ছিনতাইয়ের উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ। উদ্ধার হলো কুড়ি লক্ষ টাকা সহ ছিনতাই এর কাজে ব্যবহৃত হওয়া হাতুড়ি লোহা সহ একাধিক সামগ্রী। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের রাস্তায় একটি চার চাকার গাড়ি দাঁড়িয়েছিল।

পুলিশের সন্দেহ হয় দুষ্কৃতীরা গাড়ি নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। তারপরেই গাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। উদ্ধার হয় নগদ কুড়ি লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয় চারটি মোবাইল ফোন সহ বেশ কিছু চুরি করার সামগ্রী। তখনই তাদের গ্রেপ্তার করা হয়।

ধৃত দুষ্কৃতীরা বীরভূমের নলহাটি থানার সাগর যাদব অন্ডাল থানার কাজোরা কোলিয়ারি এলাকার রাকেশ কুমার নুনিয়া, প্রিন্স বিশ্বকর্মা ও অবিনাশ কুমার নুনিয়া । আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি অন্ডাল পিন্টু সাহা বলেন,”ছিনতাইয়ের উদ্দেশ্যে বিমানবন্দরের সামনে একটি বিলাসবহুল গাড়ি নিয়ে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা।

অন্ডাল থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। গাড়ি থেকে কুড়ি লক্ষ টাকা উদ্ধার হয়েছে। চুরির কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এলো ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 9 =