নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: বুধবার ১,জানুয়ারি :: বৃদ্ধার নেশা ছিল দোক্তা পাতা খাওয়া, চিকিৎসকরা তা খেতে বারণ করায় ছেলেরা তা বন্ধ করে দেয় । পাশাপাশি শারীরিক অসুস্থতাতেও ভুগছিলেন তিনি আর এই দুই এর জেরে অভিমান করে বাথরুম পরিষ্কার করার হারপিক খেয়ে বিষক্রিয়াতে মৃত্যু হল এক বৃদ্ধার।
গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলার নান্দাই আসাননগর এলাকার ওই বৃদ্ধা বাধরুম পরিষ্কারের হারপিক খেয়ে নেয়, তড়িঘড়ি তাকে কালনা হসপিটালে ভর্তি করলে মঙ্গলবার কালনা মহকুমা হসপিটালে তার মৃত্যু হয়। মৃত ওই নাম লক্ষীরানী দেবনাথ। এরপর কালনা মহকুমা হসপিটালে দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য।