নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১,জানুয়ারি :: আবারও হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কের উপর উল্টে গেল একটি গ্যাস ট্যাঙ্কার।এই ঘটনায় জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
তবে কোনরকম গ্যাস লিক না হওয়ায় আতঙ্ক ছড়াইনি । ট্যাঙ্কারটিকে তোলারও চেষ্টার পাশাপাশি খড়গপুর থেকে ইঞ্জিনিয়ারদের একটি টিম ও উলুবেরিয়াযর এক্সপার্ট লোকেদেরও আনা হয় ট্যাংকার তোলার কাজে। তবে এর ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয় ১৬ নম্বর জাতীয় সড়কে।