নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ১,জানুয়ারি :: ইংরাজি নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও বছরের প্রথম দিনে বুদবুদের দামোদর নদের উপর অবস্থিত রণডিহা ড্যামে পিকনিক করতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।প্রতি বছর ড্যামের গেট বন্ধ রাখা হয়।গোটা এলাকা জুড়ে থাকে বুদবুদ থানার পুলিশের কড়া নজরদারি।
কেউ আসে পরিবার নিয়ে আবার কেউ বন্ধুরের সাথে আসে পিকনিক করতে। অনেকেই এখানে এসে দামোদর নদের জলে নৌকায় করে ঘুরে বেড়ান।কেউ কেউ নৌকায় দাঁড়িয়ে সেলফি নেন। কিন্তু এই নৌকায় করে ঘুরে বেড়াতে গেলে যে লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ে তা পরেন না কেউ।
স্থানীয় মাঝিরা জানিয়েছেন প্রশাসনকে জানিয়েও তারা কোনো জ্যাকেট পান নি।শুধু তারা তাদের জ্যাকেট পরেন।হটাৎ করে মাঝ নদে কোনো বিপদ হলে কারোর কিছু করার থাকবে না।স্থানীয়রা জানিয়েছেন প্রতি বছর কোনো না কোনো দুর্ঘটনা ঘটে দামদরে তাই বিশেষ দিন গুলিতে কড়া নজরদারি রাখা হয়।
অন্যদিকে নতুন বছরে বহু মানুষের সমাগম হবে বলে ওই জায়গায় একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে গত কয়েকদিন আগে রোপওয়ে লাগানো হয়েছিল। কোনো রকম অনুমতি ছাড়াই এই রোপওয়ে লাগানো হয়েছে বলে দাবি করা হয়।
জন প্রতি ১০০ টাকা করে নিয়ে এই রোপওয়ে থেকে টাকা রোজগার করা হচ্ছিলো।এবং গোটাটাই বিপদজনক ভাবেই চলছিলো বলে দাবি। খবর পেয়ে গলসির বিডিও অফিসের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে রোপওয়ে বন্ধ করার নির্দেশ দিয়ে যান।