নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: বর্ষবরণের রাতে পুরোনো শত্রুতার জেরে দম্পতি কে বেধড়ক মারধর। গুরুতর আহত দম্পতি। জানাযায় শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা রবি দেবনাথ হোটেলে রান্নার কাজ করেন।
আজ কাজ শেষে বাড়ী আসার সময় তাকে এলাকাতেই রাস্তা আটকে মারধর করে শান্তিপুর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পেশায় প্রোমোটার রণ এবং স্টেডিয়াম পাড়ার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস। দলবল নিয়ে ধারল অস্ত্র এবং লাঠি দিয়ে রবি দেবনাথকে বেধড়ক মারধর করে। এরপর তার বাড়িতে চড়াও হয় ওই দুষ্কৃতীরা।
সেখানে রবি দেবনাথের স্ত্রী মাম্পি দেবনাথকেও অস্ত্র এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতি। এরপর এলাকাবাসীর তৎপরতায় দম্পতিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে রবি দেবনাথের মুখে পাঁচ টি সেলাই পড়ে অপরদিকে হাতেও আঘাত পান তিনি।
তার স্ত্রীও মারধরে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে রবি বাবু জানান প্রোমোটারি করতে এর আগে রণ নামের ওই বেক্তিকে বাধা দিয়েছিলেন তিনি তাই আজ মদ্যপ অবস্থায় তার এবং তার পরিবারের উপর দলবল নিয়ে চড়াও হয় রণ এবং গোবিন্দ। এই ঘটনার জন্য তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগও জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত দম্পতি।