সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: বৃহস্পতিবার ২,জানুয়ারি :: আমতলায় চিকিৎসকদের সম্মেলন থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন বছরে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে ।
এই প্রকল্পের নাম হবে সেবাশ্রয় প্রকল্প। পূর্ব সেই নির্ধারিত ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকালে ডায়মন্ডহারবার বিধানসভা কেন্দ্রের এসডিও গ্রাউন্ডের মাঠে সেবাশ্রয় প্রকল্পে এসে স্ব শরীরে ঘুরে দেখলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আবারও মডেল লোকসভা কেন্দ্র হিসেবে রাজ্য তথা দেশের সুপরিচিত লাভ করল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্যতম উন্নয়ন কান্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মোট সাতটি বিধানসভায় এই সেবাশ্রয় প্রকল্প চলবে। মোট ৭৫ দিন ধরে চলবে এই প্রকল্প।সেই কর্মযজ্ঞের সূচনা হতে চলেছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে।
‘সেবাশ্রয়’ শিরোনামে এই কর্মসূচির প্রথম পর্বে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪১টি জায়গায় এই হেলথ ক্যাম্প হচ্ছে। পরবর্তীকালে ধাপে ধাপে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকি ছ’টি বিধানসভা কেন্দ্রেও এই ক্যাম্প করা হবে।