নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ৩,জানুয়ারি :: যুদ্ধকালীন তৎপরতায় গঙ্গাসাগর মেলা ২০২৫ এর কাজ চলছে । জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা ২০২৫ এর কথা মাথায় রেখে গঙ্গাসাগর কপিলমুনি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে গঙ্গাসাগর সমুদ্র সৈকত সাজিয়ে তোলা হচ্ছে।
গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৬ই জানুয়ারি গঙ্গাসাগরে যাওয়ার কথা রয়েছে। তার আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে চাইছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। দিন রাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে গঙ্গাসাগর মেলা ২০২৫ এর কাজ।
এই কাজের মধ্যেই ঘটল অঘটন বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা অফিস চত্বরে ভিতরে কর্মীদের অস্থায়ী ছাউনিতে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয়রা সেই আগুন নেভানোর চেষ্টা করলে সেই চেষ্টা বিফলে যায়। এরপর তড়িঘড়ি ফোন করা হয় দমকলকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সেই আগুন নেভানোর চেষ্টা করে এবং বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাসাগর মেলার সময় মেলা অফিস চত্বরে জেলার বিভিন্ন দপ্তরের কর্মীদের থাকার জন্য অস্থায়ী হোগলার ছাউনি নির্মাণের কাজ চলছিল। মূলত এই হোগলা অত্যন্ত দাহ্য থাকার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অবশ্য কি কারনে আগুন লাগল তা তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ।
তবে এই অগ্নিকাণ্ডের জেরে বড়োসড়ো ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয় মানুষদের তৎপরতায় বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছে জেলা প্রশাসনের আধিকারিকেরা।