মালদা:-* কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ    :: শুক্রবার ৩,জানুয়ারী ::  কাউন্সিলরকে খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি তবে এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
ধৃতরা হলো মালদার ইংলিশ বাজারের যদুপুর গাব গাছির বাসিন্দা টিংকু ঘোষ এবং এবং বিহারের কাটিহার এর আজমনগর থানার কান হাড়িয়া এলাকার বাসিন্দা, সামি আক্তার।
জানা গেছে দুষ্কৃতীরা প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে বাবলা সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল। তারপরও পুলিশের কাছে কোন খবর ছিল না। আজ মৃত কাউন্সিলর এর দেহ শেষকৃত্য করা হবে। ইতিমধ্যেই মৃত কাউন্সিলরের দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মহানন্দা পল্লী এলাকায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + twelve =