সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নামখানা :: শুক্রবার ৩,জানুয়ারী :: কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুনি দ্বীপের দুটি ট্যুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনায় নড়েচড়ে বসল স্থানীয় মৌসুনি গ্রাম পঞ্চায়েত। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরী বৈঠক ডাকা হল।
বৈঠকে দ্বীপের সব ট্যুরিস্ট কটেজের মালিকরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে। মৌসুনি বিছিন্ন দ্বীপ হওয়ায় দমকলের কোন সুবিধা মেলে না। কিন্তু কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাখতে হবে অগ্নিনির্বাপণ যন্ত্র।
কটেজের ওয়ারিং নিয়মিত পরীক্ষা করাতে হবে। সবমিলিয়ে জোড়া অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তায় কোন খামতি থাকলেই প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি কটেজ বন্ধও করে দেওয়া হবে। বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যুরিস্ট কটেজের মালিকরা।