সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ৩,জানুয়ারী :: নদীর চরে একের পর এক দেখা মিলছে দানবীয় তিমির। আতঙ্কিত এলাকাবাসীরা।নদীর জল নামতেই আচমকা নদীর তটে বিশাল আকৃতির একটি তিমি দেখে চক্ষু চড়কগাছ কয়েকজন মৎস্যজীবীর। তাঁদের চিৎকারে লোকজন জড়ো হয়ে যায় নদীর তীরে।
সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপের চরে তিমিটি দেখতে পাওয়া যায়।প্রায় ২০ ফুট দৈর্ঘ্যের এত বড় তিমি অতীতে কখনও মুড়িগঙ্গা নদীতে দেখা যায়নি। মুড়িগঙ্গায় এই বিশালাকৃতির তিমি এলো কোথা থেকে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে।
ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা সঞ্জীব সাগর বলেন, ‘এর আগে এই নদীতে কখনও তিমি মাছ দেখা যায়নি। ঘোড়ামারা দ্বীপের দক্ষিণ পশ্চিম দিকের মুড়িগঙ্গার চরে তিমিটাকে প্রথম দেখা যায়। তিমিটিকে জ্যান্ত দেখে এলাকার লোকজন ঠেলে নদীর জলে নিয়ে যায়। জল পেতেই তিমিটা ঝটকা দিয়ে চলে যায়।
নদীতে এত বড় তিমি দেখার পর থেকেই মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ, মৎস্যজীবীরা ডিঙি নৌকা এবং ছোট ভুটভুটিতে করে মুড়িগঙ্গা নদীতে মাছ ধরেন। বিশাল আকৃতির এই তিমির হামলার আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। পুলিশ এবং মৎস্যজীবীদের সহযোগিতায় লঞ্চ এবং স্পিডবোটে করে মুড়িগঙ্গা নদীতে তিমির অবস্থান জানতে খোঁজ চালাচ্ছেন বনকর্মীরা।