নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শুক্রবার ৩,জানুয়ারী :: দু মাস ধরে বন্ধ অস্থায়ী কর্মীদের বেতন ! প্রতিবাদে কাজ বন্ধ রেখে আন্দোলন বালুরঘাট হাসপাতালের সাফাই কর্মীদের।
শুক্রবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বালুরঘাট হাসপাতাল চত্বরে। বিক্ষোভকারী অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, দীর্ঘ ২ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে।
মালিকপক্ষ বিল না পাওয়ায় এই অস্থিরতা তৈরি হয়েছে। আগামী দু’দিনের মধ্যে তাদের বকেয়া মেটানো না হলে সোমবার থেকে পুরো হাসপাতাল অচল করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষোভ কারীদের তরফে।
ঘটনার কথা স্বীকার করেছেন বালুরঘাট হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। তার দাবি, ট্রেজারিতে কিছু জটিলতা থাকার কারণেই এধরণের সমস্যা তৈরি হয়েছে। তবে মালিকপক্ষের সাথে আলোচনায় বসে দ্রুত এই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।