নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৪,জানুয়ারি :: জাতিগত শংসাপত্র সংক্রান্ত বিশেষ শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার রায়না এক ব্লকের বুড়ার – গোপীনাথপুর জুনিয়র হাই স্কুলে।
ছিলেন পূর্ব বর্ধমান জেলার পি ও বি সি ডাব্লিউ আধিকারিক কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, রায়না এক ব্লকের বিডিও অজয় দণ্ডপাঠ,রায়না এক ব্লকের ব্লক সভাপতি বামদাস মণ্ডল সহ পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষরা এবং সেহারা ও শ্যামসুন্দর জিপির প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট জনেরা।
পি ও বি সি ডাব্লিউ কৃষ্ণেন্দু কুমার মন্ডল বলেন জেলা শাসক এর নির্দেশে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে গিয়ে গিয়ে ক্যাম্প করছি । রায়না এক ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার ১১২ জন মানুষের হাতে তাদের জাতিগত শংসাপত্র তুলে দিলাম।
সাথেই রায়না এক ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এলাকার দুস্থ মানুষজনদের হাতে শাড়ি এবং কম্বল তুলে দেওয়া হল। বিডিও অজয় কুমার দণ্ডপাঠ বলেন বহু মানুষজন এই শিবিরে উপস্থিত ছিলেন। আরও ২৯ জন মানুষের আবেদনপত্র আজকে জমা নিলাম। দ্রুত তাদের হাতে আমরা জাতিগত শংসাপত্র তুলে দেবো।
যারা আবেদন করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা নির্দিষ্টভাবে ফরম ফিলাপ করে আবেদন করুন যাতে করে আমরা দ্রুত আপনাদের হাতে জাতিগত শংসাপত্র প্রদান করতে পারি।