নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৪,জানুয়ারি :: গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক মহিলা, জানা গেছে ওই মহিলার নাম আরতি মান্ডি বয়স আনুমানিক ৬০ বছর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত বসন্তপুর বাগানপাড়া এলাকায়। স্থানীয় সূত্রের খবর ওই মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আত্মীয়র বাড়ি থেকে এসে নিজের বাড়িতে গলায় দড়ি নিয়ে আত্মঘাতী হয়।ঘটনা স্থলে জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, তবে কি কারনে আত্মঘাতী হলো তা জানা যায়নি। গোটা ঘটনা তদন্ত করছে জামালপুর থানার পুলিশ।