নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: শনিবার ৪,জানুয়ারি :: সাত সকালে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একটি জলাশয়ে মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। মৃতদেহ দেখতে পেয়েই নন্দীগ্রাম থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা।
নন্দীগ্রাম থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। তবে কোথা থেকে এবং কিভাবে এলো এই মহিলার দেহ তদন্ত করছে নন্দীগ্রাম থানার পুলিশ। মহিলার পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। সাত সকালে নন্দীগ্রামে হরিপুরে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে শোরগোল এলাকায়।