তৎক্ষণাৎ সোনারপুর থানায় দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান স্ত্রীকে খুন করে স্বামী আত্মহত্যা করতে পারে বলে ধারণা। আর এই ঘটনার পিছনে জড়িয়ে আছে অশান্তির জের। ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে স্বামী । অথবা অন্য কোন বিষয় ও থাকতে পারে ।
তাই গোটা ঘটনা খতিয়ে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। মৃতের নাম শশধর হালদার (৩৪ ) আর মৃতার নাম পায়েল হালদার (২৪) ।
এ বিষয়ে সুকুমার মন্ডল বাড়ির মালিক জানান শনিবার হালদার দম্পতির বাড়ি থেকে ওদের আড়াই বছরের সন্তানের কান্না শোনা যাচ্ছিল। এরপর আমরা এবং ওর প্রতিবেশী একজন কি হয়েছে বিষয়টি জানার জন্য ওদের বাড়িতে যাই বাড়িতে ঢুকেই চক্ষু চরক গাছে ওঠে।
গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে স্বামী আর রক্তয় ভেসে যাচ্ছে ঘরের মেঝে গলাকাটা অবস্থায় পড়ে রয়েছে পায়েল। এরপর আমরা তাড়াতাড়ি খবর জানাই সোনারপুর থানাতে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কি ঘটনা ঘটেছে এবং কি কারণে মারা গেল দম্পতি তা আমরা বুঝতে পারছি না। পুলিশ তদন্ত শুরু করেছে তদন্তে উঠে আসবে তথ্য