নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি/বর্ধমান :: রবিবার ৫,জানুয়ারি :: হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর ও আরামবাগ থেকে তিন অভিযুক্ত গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সূত্রে খবর এই তিনজনের বিরুদ্ধে ভোটার কার্ড,আধার কার্ড,জন্ম সার্টিফিকেট জাল করে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ রয়েছে।
জানা যায় জনৈক এক বেক্তির পাসপোর্ট করে দেওয়া জন্য জাল আধার কার্ড, ভোটের কার্ড ও জন্ম সার্টিফিকেট জমা দিয়েছিলেন।পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য বর্ধমান থানায় পাঠানোর পর বর্ধমান থানার পুলিশ প্রথমে বর্ধমান থেকে একজনকে এরপর এই চক্রের জালিয়াতির সঙ্গে যুক্ত
হুগলির জেলার আরামবাগের একজন সিঙ্গুরের আনন্দনগর ও নান্দাবাজার এলাকা থেকে বর্ধমান থানার পুলিশ হুগলির জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার পুলিশ ও আরামবাগ থানার সহযোগিতায় গ্রেফতার করে । এই ঘটনায় হুগলির আরামবাগে ও সিঙ্গুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।