নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: রবিবার ৫,জানুয়ারি :: পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর মেলা শুরু হল। মেলা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনে ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, শ্রীকান্ত মাহাতো, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল ব্লকের বিডিও অভীক বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া ।
মানস ভূঁইয়া পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৎকালীন সমাজ সংস্কারের কথা বলেন। এছাড়াও তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পর কথা উল্লেখ করেন এবং বীরসিংহ গ্রামের উন্নয়ন নিয়ে বলেন। বিদ্যাসাগর মেলা সরকারি মেলা হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের প্রকল্প বা মুখ্যমন্ত্রীর ছবি নেই বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ঘাটালে মাস্টার প্ল্যানের কাজ ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে। বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, আলোচনা সভা আয়োজিত হবে মেলাতে।