সকাল থেকেই ঘন কুয়াশার কারণে বন্ধ কাকদ্বীপ লট নাম্বার এইট কচুবেড়িয়া ভেসেল পরিষেবা

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: রবিবার ৫,জানুয়ারি :: সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে গোটা এলাকার। আর কুয়াশা জেরে দৃশ্যমানতার অভাবে ফেরি চলাচল বন্ধ। গঙ্গাসাগর মেলা আগেই বন্ধ কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর যাওয়ার ভেসেল পরিষেবার। ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মধ্যে পড়েছেন নিত্যযাত্রীদেরকে শুরু করে পূর্ণ্যার্থীরা।

রবিবার সকাল থেকেই ঘন কুয়াশা থাকার কারণে দৃশ্যমানতার অভাব রয়েছে যে কারণে কাকদ্বীপ লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়া ভেসেল ঘাট পর্যন্ত ভেসেল পরিষেবা বন্ধ হয়ে পড়ে। সকাল থেকেই প্রায় কয়েক হাজার যাত্রী দাঁড়িয়ে রয়েছে ভেসেল ঘাটে।

সামনেই গঙ্গাসাগর মেলা ইতিমধ্যেই বহু পুণ্যার্থীরাও আসতেও শুরু করেছে কিন্তু সকাল থেকেই দৃশ্যমানতার অভাবের কারণেই ভেসেল পরিষেবা এখনো পর্যন্ত বন্ধ রয়েছে

ফলে একদিকে যেমন কাকদ্বীপ লট নাম্বার ৮ ভেসেল ঘাটে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে ঠিক তেমনি গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটেও মানুষের ভিড়। ভেসেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না পর্যন্ত দৃশ্যমানতা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেসেল চালানো সম্ভব নয় ফলে এই অসুবিধার মধ্যে পড়েছেন নিত্যযাত্রী ও পুণ্যার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − three =