নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৫,জানুয়ারি :: শুক্রবার রাত প্রায় বারোটা নাগাদ। একটি সূত্রের খবরের ভিত্তিতে একজন ব্যক্তি লিলুয়া পিএসের অধীনে কুন্দুর মঠে একটি নাইলনের হাতের ব্যাগে আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিলেন। লিলুয়া থানার এসআই পাপ্পু যাদব এবং অন্যান্য কর্মীদের নিয়ে কুন্দুরমঠের দিকে চলে যান।
শুক্রবার রাত প্রায় বারোটা নাগাদ। কুণ্ডুরমঠে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।
তার নাম বিশ্বজিৎ নস্কর (৪০) . চামরাইল থানার অন্তর্গত দেবীপাড়া রবীন্দ্রনাথ নস্কর, লেনের বাসিন্দা । লিলুয়া, থানার পুলিশ তাকে তল্লাশি করে এবং নাইলনের একটি হাতের ব্যাগে লুকিয়ে রাখা দুটি খালি কার্তুজসহ লোহার তৈরি দুটি দেশীয় তৈরি সিঙ্গেল শটার পাইপগান উদ্ধার করে।
সুনির্দিষ্ট মামলা শুরু হয়েছে এবং তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে। এবং এই আগ্নেয়শ্রু কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পৌঁছে দেয়া হয়েছে সমস্ত জিজ্ঞাসাবাদ করা বা এই পুরো জ্ঞানটিকে ধরার জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করবেন লিলুয়া থানা পুলিশ।রমঠে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে।