নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: রবিবার ৫,জানুয়ারি :: এক কোটিরও বেশি টাকা তছরুপের অভিযোগে ‘ব্যাঙ্কমিত্র’কে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিস। ধৃতের নাম শঙ্কর মণ্ডল। বাড়ি খেজুরির হলুদবাড়ি পঞ্চায়েতের কার্তিকখালিতে। শঙ্কর খেজুরির মুণ্ডমারিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সিএসপি চালাত।
বহুদিন ধরে পুলিস তাকে খুঁজছিল। তার বিরুদ্ধে এক কোটিরও বেশি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। রসুলপুর নদীর তীরে বোগা ঘাটের কাছে প্রতারিত গ্রাহকদের কয়েকজন তাকে দেখতে পান। সে কাঁথি থেকে ফিরছিল। তাঁরা শঙ্করকে আটকে রেখে খেজুরি থানায় খবর দেন।
পুলিস গিয়ে ওই ব্যক্তিকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। শঙ্করকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে আদালত তার ছ’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।