গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রী আসার আগে জোর প্রস্তুতি,শুরু হেলিকপ্টারের মহড়া

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ৫,জানুয়ারি :: আগামী ১০ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগরের মেলা চলবে ১৫ তারিখ পর্যন্ত, তার আগে প্রতিবছর নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মেলার শুভ উদ্বোধন করবেন ৬ই জানুয়ারি ।

তার আগেই প্রস্তুতি তুঙ্গে, নীল সাদা রঙে সেজে উঠছে কপিলমুনি মন্দির প্রাঙ্গন এবং হেলিপ্যাড গ্রাউন্ড। বারবার বিভিন্ন হেলিকপ্টার নামছে এবং উঠছে, নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে আজ থেকে ।

সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান, বেশ কয়েক বছর ধরে গঙ্গাসাগর মেলা উদ্বোধন করে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গঙ্গাসাগর মেলা কে বিশ্বের মানচিত্রে স্থান করানোর জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় হাজার বঞ্চনার সম্মুখীন হয়েও গঙ্গাসাগর মেলাকে দেশের অন্যতম শ্রেষ্ঠ মেলা হিসেবে দেশবাসীর কাছে উপহার দিতে সদাই চিন্তিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই গঙ্গাসাগর মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন হবে।

চলছে শেষ বেলার কাজ। জেলা প্রশাসনের আধিকারিকরা প্রস্তুত মকর সংক্রান্তির পূর্ণ স্নান করতে দেশের এবং বিদেশের বহু পূর্ণার্থীরা-কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ভিড় জমায়। পুন্যার্থীরা পূর্ণ অর্জন করে যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেদিকেই বিশেষ এ বছর জোর দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − fifteen =