সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সোমবার ৬,জানুয়ারি :: বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে জঞ্জালের স্তুপ। মর্গের সামনে চিকিৎসায় ব্যবহৃত জিনিসপত্র ফেলছেন হাসপাতালের কর্মীরাই। তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ছড়াচ্ছে দুর্গন্ধ , সমস্যায় রোগী ও তার পরিবার। সমস্যার কথা মেনে নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
বারুইপুর হাসপাতালে তৈরি করা হচ্ছে নতুন ভ্যাট। সেই কারণে অস্থায়ীভাবে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গের সামনে আপাতত নোংরা ফেলার সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের। সেই নোংরা নিয়মিত পরিষ্কার করার কাজ বারইপুর পৌরসভার। পৌরসভার সাফাই কর্মীদের কয়েকদিন ছুটি চলার কারণে নিয়মিত পরিষ্কার করা হয়নি এই অস্থায়ী ভ্যাট।
ফলে জঞ্জালের স্তূপ জমে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এতে সমস্যায় পড়েছেন রোগী ও তার পরিবারের লোকজন। বিষয়টি সংবাদ মাধ্যমের নজরে আসতে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষও। এই ঘটনার কথা জানতে পেরে সাথে সাথে এই ঘটনাস্থলে আসেন সহকারী সুপার শ্যামল চক্রবর্তী। ঘটনাস্থল থেকেই ফোন করে তিনি বিষয়টি পৌরসভাকে জানান।