নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: সোমবার ৬,জানুয়ারি :: চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ , সেই অভিযোগে অভিযোগে গ্রেফতার হল কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী।ধৃত মহিলার নাম বিজয়তা মুখিয়া বয়স ৪৫ বছর। ওই মহিলা দার্জিলিং এর বাসিন্দা বলে জানা গেছে, দার্জিলিঙের জোরবাংলোর বাসিন্দা।
উল্লেখ্য এ বিষয়ে জানা গেছে গত ২০২৩ সালের ২৫শে ফেব্রুয়ারি অনিল লামা প্রধাননগর থানায় বিজয়তা মুখিয়ার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ রয়েছে ব্যক্তির কাছ থেকে ওই মহিলা ১২লক্ষ ৭০হাজার টাকা নিয়েছিলেন , কোনও চাকরি পাননি তিনি।
তবে এরপর টাকা ফেরত চান ওই ব্যক্তি এরপর ফেরার হয়ে যায় অভিযুক্ত মহিলা।ব্যক্তির অভিযোগ দায়ার করেন। তদন্ত শুরু করে পুলিশ,তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিজয়তা মুখিয়া কার্গিল যুদ্ধে শহীদ জওয়ান অরুণ কুমার রায়ের স্ত্রী।মাটিগাড়া থানা অন্তর্গত এলাকায় একটি কনসালটেন্সিতে কাজ করতেন তিনি।
থানায় অভিযোগ দায়ের করার পরেই তিনি পালিয়ে যান। বিগত দুই বছর ধরে পুলিশ তার খোঁজ করছিল।অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে দার্জিলিং থেকে বিজয়তা মুখিয়াকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।