নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: পুলিশের অভিযান গোপন সূত্রে খবর পেয়ে, আটক চীনা রসুন সহ গাড়ি। পুলিশ সূত্রে খবর,বেআইনি ভাবে এই রসুন চীন থেকে নিয়ে আসা হচ্ছে নেপাল হয়ে। এদিন গোপন সূত্রে খবর পাবার পর অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে প্রায় ৭০০কেজি চিনা রসুন সহ একটি গাড়ি আটক করা হয়।
গাড়ি চালক কে গ্রেফতার করা হয়। আটক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। উক্ত ঘটনায় গাড়ি চালককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভারত নেপাল সীমান্ত হয়ে বেআইনিভাবে এই রসুন শহর শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছিল।
একটি তিন চাকার অটো করে চীনের ওই রসুন নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে। চাঁদমনি চা বাগান এলাকা হয়ে ওই রসুন শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটের গুদামে নিয়ে আসা হচ্ছিল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ । এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজ শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।