নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্দারমণি :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: উত্তরে শীতের হাওয়া মানেই পর্যটকদের কাছে বেড়ানো আর সেই বেড়ানো মানেই সমুদ্র সৈকত মান্দারমনি আর এবার এই আমরা চমক দেব মান্দারমনির কোন রিসোর্ট নয় এক নতুন ধরনের থাকার জায়গা ট্রেড নাম শুনলেই চলে আসতেই হবে।
নামটা জানুন ছয়ে ছুটি বারটি টেন্ট নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই মান্দারমনি এলাকায় সঙ্গে বাড়তি পাওনা পাওয়া যাবে সারি সারি লাল কাঁকড়া, নিরিবিরি সমুদ্র সৈকত। ঝাউবনের হাওয়া সঙ্গে সারি সারি নৌকো না দেখলে বোঝা যাবে না এখানকার পরিবেশ ।
তাহলে না ভেবেই চলে আসুন ছয়ে ছুটিতে। খাওয়া দাওয়ার ব্যবস্থা সুন্দরভাবেই আছে সকাল থেকেই রাত পর্যন্ত সময় সময়ে ভুরিভুজ্য খাওয়া কোনটাই বাকি থাকবে না মাংস থেকে চিংড়ি আবার বাড়তি পাওনা সামুদ্রিক মাছ, বিভিন্ন রেসিপি করে এখানটায় পর্যটকদের দেওয়া হয়। আর দাম সীমিত থাকা ও খুব বেশি নয় তাহলে শীতের সময় চলে আসুন নিরিবিলি সমুদ্র সৈকত মান্দারমনি ছয়ে ছুটি টেন্ট