নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: শীতকালে অসহায়দের উষ্ণতার ছোঁয়া দিতে ফের শীতবস্ত্র বিতরণ ফারাক্কার বিধায়কের। সামশেরগঞ্জ এর রতনপুরে অবস্থিত বিধায়ক মনিরুল ইসলামের নিজস্ব বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় পাঁচ শতাধিক মানুষকে কম্বল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন জেলা পরিষদের সদস্য কাউসার আলি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মূলত ফারাক্কা বিধানসভার অন্তর্গত সামশেরগঞ্জের দুটি অঞ্চলের মানুষকে আজ কম্বল প্রদান করা হয়।
উল্লেখ করা যেতে পারে, নতুন বছরের প্রথমে দিনে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে কয়েক হাজার মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় ফারাক্কায়। তারপরেই আবারও ফারাক্কা বিধানসভার অন্তর্গত সামসেরগঞ্জের কাঞ্চনতলা এবং গাজিনগর মালঞ্চা অঞ্চলের মানুষজনকে শীতবস্ত্র প্রদান করলেন বিধায়ক মনিরুল ইসলাম।