সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: প্রতিবছর গঙ্গাসাগর মেলার সময় ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে যাত্রীবাহী ভেসেল নদীর চরে আটকে পড়ে সেই সমস্যার কথা মাথায় রেখে অ্যান্টি ফগলাইট এর ব্যবস্থা করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে।
কিন্তু সেই অ্যান্টি ফগ লাইট এবং জিপিআরএস সিস্টেম কার্যত বিফলে গেল। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ভেসেল দিক নির্ণয়ের না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে চঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে একটি যাত্রী বোঝাই ভেসেল কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাট থেকে যাত্রীদের নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়া আসার উদ্দেশ্যে বেরিয়েছিল এরপর ঘন কুয়াশার কারণে দিক নির্ণয় না করতে পেরে মুড়িগঙ্গা নদীর চরে আটকে যায়। এই ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে পারে পাশাপাশি ভেসলে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে।
এরপর ভেসেল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নদীর চরে আটকে থাকা ভেসেল থেকে যাত্রীদেরকে গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেসেল ঘাটে নিয়ে আসে। গঙ্গাসাগর মেলার আগে ভেসেল আটকে পড়ার ঘটনা কার্যত জেলা প্রশাসনের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মুড়িগঙ্গা নদীর ড্রেজিং ও আন্টি ফগ লাইট কার্যত বিফলে গেল বলে মনে করছে তীর্থযাত্রী থেকে শুরু করে সাগরদ্বীপের বাসিন্দারা।