মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চকিদারি ট্যাক্স এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: সমব্যথী প্রকল্পের অনুদান নিতে গেলে মৃত ব্যক্তিদের নামে কাটা হচ্ছে চকিদারি ট্যাক্স এমনই অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন চাঁদপুর অঞ্চলের প্রধান।

মালদহের বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালী সরকারের বিরূদ্ধে এমনটাই অভিযোগ তুলেছেন পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা রঞ্জিত ওরাও। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা ব্লকজুড়ে।

বিরোধী দল নেতার অভিযোগ , চলতি মাসের পাঁচ তারিখে পঞ্চায়েত দফতরে রাজ্য সরকারের সমব্যথী প্রকল্পের টাকা প্রদান করা হয় সেই অনুযায়ী ওই পঞ্চায়েতের ডাঙ্গী এলাকার বেশ কিছু বাসিন্দা ওই প্রকল্পের টাকার জন্য পঞ্চায়েত দপ্তরে আসেন।

কিন্তু আভিযোগ যে, টাকা নিতে গেলে মৃত ব্যক্তির নামে চৌকিদারি ট্যাক্স কাটা হয়। কিন্তু পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী চৌকিদারী ট্যাক্স ধার্য করা ছিল ৫০ টাকা। কিন্তু ট্যাক্স কালেক্টর ৫০ টাকার পরিবর্তে মৃত ব্যক্তিদের নামে কারো কাছে ১০০ ২০০ কারো কাছে ৩০০ টাকা পর্যন্ত নেয় বলে অভিযোগ ওই বিরোধী দলনেতার।

এই বিষয়ে চাঁদপুর অঞ্চলের বিজেপির প্রধান পাপিয়া ঢালী সরকার বলেন তাদের কাছে কোন বেশি টাকা নেওয়া হচ্ছে না। যাদের নামে ট্যাক্স রয়েছে এবং বাকি রয়েছে সেই হিসাবেই বকেয়া ট্যাক্স সরকারি নিয়ম মেনেই নেওয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 2 =