নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ৭,জানুয়ারি :: পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে মালদায় শুরু হল সেভেনথ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস ২০২৪-২৫।
মঙ্গলবার মালদা’ কলেজের ব্যবস্থাপনায় দুদিন ব্যাপী সেভেনথ ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস শুরু হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, মালদা কলেজের প্রিন্সিপাল মানুষ বৈদ্য সহ আরও অনেকেই।