নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: আজ সন্ধ্যা ৫ টা নাগাদ ভয়ানক অগ্নিকাণ্ডের হাত থেকে প্রাণে বাঁচলেন কর্নেলের পরিবার। হাওড়ার লিলুয়ার ৩৩ নম্বর ঝীল রোড কলাবাগানে অবস্থিত কর্নেলের বহুতল বাড়িতে সিড়ির নিচে স্বল্পপরিসর জায়গায় প্রচুর ইলেকট্রিক মিটার লাগানো ছিল।
তার মধ্যে যে মেইন মিটার.ছিল সেই মিটারের পাশ দিয়ে গিয়েছিল সেই বাড়ির জলের পাইপ। হঠাৎ বাড়ির বাসিন্দারা সেই মিটার ঘরে প্রচন্ড পরিমাণ বিস্ফোরণের শব্দ ও আগুন দেখতে পায় এবং সেই মিটার ঘরের মধ্যে রাখা থাকে অনেক প্রকার বাড়ির পরিত্যক্ত জিনিসপত্র। সেই আগুনে সেখান থেকেই ফাটতে থাকে বিভিন্ন রকম পরিত্যক্ত জিনিস।
আতঙ্কে বাড়ির ভেতর থেকে বেরিয়ে পড়ে সমস্ত মানুষ। খবর দেওয়া হয় লিলুয়া থানায়। লিলুয়া থানার থেকে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়ে, খবর দেয় দমকলকে কিছুক্ষণের মধ্যে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগায় স্থানীয় মানুষজনেরা।
ঘটনাস্থলে বিদ্যুৎ কর্মীরা এসে বিদ্যুতের সংযোগ বন্ধ করে পুনরায় সেটিকে আগের স্থানে নিয়ে আসার চেষ্টা করে। দমকল ও বিদ্যুতের আধিকারিকরা ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করে এই অল্প জায়গায় এত মিটার কি কারণে লাগানো হয়েছে। লিলুয়া থানার পুলিশ সমস্ত বিষয়টির উপরেই তদন্ত শুরু করেছে।