নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: নাবালিকাকে যৌন নির্যাতন করার অপরাধে, অভিযুক্তকে কারাদণ্ডের নির্দেশ দিলো ঘাটাল মহকুমা আদালত। বুধবার অভিযুক্তর সাজা ঘোষণা করলো ঘাটাল মহকুমা আদালত।
মঙ্গলবার ওই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন ঘাটাল মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ময়ুখ মুখোপাধ্যায়। সরকারি আইনজীবী মনোরঞ্জন মন্ডল বলেন, পকসো মামলায় শ্লীলতাহানি ও যৌন সম্পর্কের অপরাধ প্রমাণিত হয়েছে।
ঘাটাল মহকুমা আদালত নাবালিকাকে যৌন নির্যাতন করার অপরাধে ৩৪১ ধারায় এক বছর এক মাস, ৩৫৪ এ ধারায় ছ’ মাস, ৩২৩ ধারায় ছয় মাস এবং পকসো ৮ ধারা অনুযায়ী চার বছর সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়।
জরিমানা না দিলে আরো দুই বছরের জেলের নির্দেশ দেওয়া হয়। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন অ্যাডিশনাল জজ ময়ূখ মুখোপাধ্যায়

