নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: বসতবাড়ি বিহারে তবে শিলিগুড়িতে ঘর ভাড়া নিয়ে থাকতো মহিলা পাশাপাশি রমরমা গাঁজার ব্যবসা চালাচ্ছিল। অন্তত এক বছর ধরে মাটিগাড়া বাড়ি ভাড়া করে থাকছিল সে, জানা গেছে শিলিগুড়ির মাটিগাড়ার শুটকি গোডাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিল।
অবশেষে অভিযান,২৮ কেজি গাঁজা সহ ধরা পড়লো কিরন দেবী। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ বুধবার মাটিগাড়া শুটকি গোডাউন এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।
কিরণ দেবীর ঘর থেকে মোট ২৮ কেজি গাঁজা উদ্ধার করে মাটিগাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে কিরন দেবীকে স্ক্যানারে রেখেছিল পুলিশ। অবশেষে বুধবার দিন ধরা পড়লো এই বিহারের মোতিহারির কিরণ দেবী। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।