নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: সাত সকালে ফালাকাটা শহরের দাপিয়ে বেড়াচ্ছে হাতি। হাতির ডাকে ঘুম ভাঙলো ফালাকাটাবাসীর। বৃহস্পতিবার ভোর থেকেই দুটি দলছুট হাতি ফালাকাটা শহরের দাপিয়ে বেড়াচ্ছে।হাতি দুটি প্রথমে ফালাকাটার গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয়।
এরপর ফালাকাটা নাম্বার টু এস পি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত করে।ঘটনার আতঙ্কে সকালে শুরু হওয়া স্কুলটি এদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়।সেখান থেকে হাতি দুটি জাতীয় সড়কের লোহার রেলিং ভেঙে, সুভাষপল্লী এলাকায় ঢুকে পড়ে ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মী ও ফালাকাটা থানার পুলিশ।হাতি দুটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বনকর্মীরা।ভোরবেলা লোকালয়ে বুনো হাতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে।