নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: এবার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে খুনের হুমকি দেওয়া হল অডিও বার্তায়। বুধবার গভীর রাতে ক্যানিং এর গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আকছার মণ্ডলকে অডিও বার্তায় হুমকি দেওয়া হয় খুনের। সাথে পাঠানো হয় একটি আগ্নেয়াস্ত্রের ছবি।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন পঞ্চায়েত প্রধান। এ বিষয়ে তিনি ইতিমধ্যেই ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকে জানিয়েছেন। তাঁর সম্মতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান আকছার। পাশাপাশি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার সকালেই তিনি ক্যানিং থানায় এসেছেন। আইসির সাথে দেখা করে সমস্ত বিষয়টা জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ঘটনার পিছনে কে আছে খতিয়ে দেখছে পুলিশ।ক্যানিং এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আকচার মণ্ডল।
অভিযোগ, বুধবার রাতে তাঁর হোয়াটসঅ্যাপে অচেনা একটি নম্বর থেকে বার্তা আসে। সেখানে একটি বন্দুকের ছবি দেখা যায়। সঙ্গে থাকা অডিও বার্তায় বলা হয়,এটা শুধুমাত্র ট্রেলার। পিকচার এখনও বাকি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে পাশাপাশি ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির খোঁজ চালানো হচ্ছে ।