নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: ভাঙড়ে আবারো নতুন করে অশান্তি আরাবুল বনাম শওকত এর নতুন করে অশান্তি শুরু হলো। বৃহস্পতিবার ভাঙড়ে দু’নম্বর বিডিও অফিসে যখন আরাবুল ইসলাম পৌঁছায় তখন শওকত মোল্লা ঘনিষ্ঠ নেতা আহসান মোল্লার অনুগামীরা আরাবুল ইসলামকে ঘিরে বিক্ষোভ দেখায় ।
এরপর আরাবুল এবং শওকত মোল্লার অনুগামীরা একে অপরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে এরপর গন্ডগোল শুরু হয়। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তর কাশিপুর থানার পুলিশ ও পোলেরহাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করে আরাবুল মোল্লা এবং শওকত মোল্লার অনুগামীদের ছাত্রভঙ্গ করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছড়িয়েছে, গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।