নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: ফের একবার মুখ খুললেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। দলের বড় পদ পাওয়ার দৌড়ে ছিলেন দুলাল সরকার ওরফে বাবলা সরকার ।
পরিবারের আশঙ্কা এই কারণে হয়তো বা দুলাল সরকারকে খুন করা হয়েছে। রাজনৈতিক ভাবে দুলাল সরকার মুখ্যমন্ত্রীর কাছে এমন এক জায়গায় আছে, যাতে অনেকেরই হিংসা হচ্ছে, স্বার্থ পূরণ হচ্ছে না।
পাওয়ার এবং লোভের আশায় এই ঘটনা ঘটিয়েছে। একজন নয় একাধিক জন যুক্ত আছে আমার মনে হয়। সম্প্রতি আমরা শুনেছিলাম দুলাল সরকার চেয়ারম্যান হবে, তবে এ বিষয়ে আমি কিছু বলবো না। পুলিশ তদন্ত করুক মালদার মানুষ জানে সাধারণ মানুষ জানে, এই ঘটনায় কারা যুক্ত রয়েছে, পুলিশ তদন্ত করছে আমরা অপেক্ষায় আছি।
পুলিশের মাধ্যমে এই ঘটনা সামনে আনতে চাই এই ঘটনার সাথে কারো যুক্ত রয়েছে। সঠিক দিকে যেন তদন্ত এগিয়ে যায় । যারা আসল অপরাধী তারা যেন কোনভাবেই ছাড়া না পায়। পুলিশ তদন্ত করছে আমি অপেক্ষায় আছি। মন্তব্য নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ।