নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার,নাদন ঘাট থানা নপাড়া মোড় এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল । খবর পেতেই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছায় নাদন ঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, রাতে দোকান বন্ধ করে শেখ মনিরুল হক বাড়ি গিয়েছিলেন।
সকালে মনিরুল হক দোকান খুলতে এসে দেখেন, দোকানের কলাপসিবল গেটের তালা ভাঙ্গা এবং সাটারের একটি অংশ কাটা, পাশাপাশি দোকানে থাকা সিসিটিভি ফুটেজের হার্ডডিক্সও উধাও! এরপরই তিনি দোকানে ঢুকে দেখেন দোকানের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার তদন্তে আসে। দোকানের মালিক মনিরুল হক জানান, দোকান থেকে আনুমানিক চল্লিশ ভরি সোনা, দুই কেজি রুপো ও পাঁচ লক্ষ টাকা নগদ অর্থ চুরি গিয়েছে, এবং সমস্তটাই লিখিত অভিযোগ আকারে জানানো হয়েছে নাদন ঘাট থানার পুলিশকে।