নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোয়ালপোখর :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: ট্যাবের টাকার মতো এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতি মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা বেনিফিশিয়ারির একাউন্টে ঢুকেছে।
এরই মধ্যে গোয়ালপোখর ১ নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া, শান্তি নগর ও নতুন পাড়া ভোতর গ্রাম থেকে প্রায় ৯ জনের টাকা গায়েব হয়েছে। ধাপে ধাপে টাকা তুলে নিয়েছেন প্রতারকরা বলে অভিযোগ। করাও ২০ হাজার, কারও ২১ হাজার ৯০০ আবার কারও ২৬ হাজার ৯০০ টাকা করে গায়েব হয়েছে।
এই টাকা গায়েব হতেই মাথায় হাত বেনিফিশিয়ারিদের। এখন কি ভাবে আবাসের বাড়ি তুলবেন এ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বেনিফিশিয়ারিরা। এ বিষয়ে ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন অনেকেই।