নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ৯,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া ১১৮ নম্বর ব্যাটেলিয়ানের আমার গ্রাম সামাজিক প্রকল্পে এসে তিনি বলেন সীমান্তে বিএসএফ তৈরি আছে যেকোনো কিছু মোকাবিলার জন্য জোয়ানরা প্রস্তুত একদিকে স্থলপথে অন্যপথে সীমন্ত রক্ষী বাহিনী করা নজরদারি দিচ্ছে।
আমাদের সৈনিকরা যে কোনো সময় প্রস্তুত থাকে । তাহলে কি বাংলাদেশের সাম্প্রতিক কালের ঘটনায় ঘুরিয়ে বাংলাদেশকে সতর্ক করলেন? মঙ্গলবার দুপুর তিনটা নাগাদ বাঁকড়ার ক্যাম্প বিশেষ নিরাপত্তা নিয়ে কালিন্দী নদী স্পিড বোট করে ভারত বাংলাদেশ সীমান্তে জিরো পয়েন্ট লাগোয়া পরিদর্শন করেন।
পাশাপাশি সীমান্ত সুরক্ষা খতিয়ে দেখেন ১১৮ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের সঙ্গে সীমন্ত নজরদারি নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপচারিত হয়।।
সুন্দরবনে বাংলা সংস্কৃতি ধামসা মাদলের তালে নৃত্য ঝুমুর গানের সুরে মুগ্ধ রাজ্য গভর্নর সিভি আনন্দ বোস আজ সুন্দরবনের বাঁকড়া ১১৮ নম্বর ডিউটিতে ভারত বাংলাদেশ সীমান্তে মেডিকেল ক্যাম্পসহ একাধিক যেসব ক্যাম্প আছে সেগুলো পরিদর্শন করেন। ক্যাম্পে বাংলার প্রাচীন সংস্কৃতি হওয়ায় ঝুমুর নাচ ধামসা মাদলের তালে গান শুনলেন সিভি আনন্দ বোস।
মঞ্চে বসে প্রায় এক ঘন্টা বাংলার সংস্কৃতি কৃষ্টির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেলেন। মুখে হাসি হাততালির মধ্য দিয়ে অভিনন্দন জানালেন বাংলার কৃষ্টি সংস্কৃতিকে।